জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ যুবকের বিরুদ্ধে

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

কখনো পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে, আবার কখনো মানিক ভট্টাচার্যর নাম করে প্রাথমিকে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো মহিষাদলের এক যুবকের বিরুদ্ধে। মহিষাদলের কাপাসএড়্যা এলাকার বাসিন্দা দেবপ্রসাদ সেনী (লুড়কা)। তিনি গত তিন-চার বছর ধরে মহিষাদল এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১৫ লক্ষ টাকা করে নিয়েছেন প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে। কিন্তু কি বিশ্বাসে স্থানীয় বাসিন্দারা দেবপ্রসাদকে দিতেন লক্ষ লক্ষ টাকা?? সুত্রের খবর, মহিষাদল এলাকার বেশ কিছু জনকে টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছিলেন দেবপ্রসাদ। আর তা জানার পর, বিশ্বাসে কেউ নিজের মেয়ে, কেউ আবার নিজের আত্মীয়র চাকরির জন্য দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা। কিন্তু চার পাঁচ বছর কেটে গেলেও চাকরিতো হয়নি, উলটে টাকা ফেরতের আশ্বাস পেয়ে বারে বারে ঠকতে হয়েছে। এমনকি টাকা ফেরতের জন্য চেক দেওয়া হলেও তা বাউন্স করেছে।


তবে অভিযুক্ত দেবপ্রসাদ সেনীর বক্তব্য, “২০ থেকে ২৫ জনের চাকরি করে দিয়েছি। তারা যে যার জেলায় চাকরি করছে। অনেকের টাকা ফেরত দিয়েছি। আমি আমার সোর্সের মাধ্যমে এই চাকরি করে দিতাম।” আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, রাজ্যে শাসকদলের মদতে এই চাকরি বিক্রি চক্রের রমরমা। পালটা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও।