এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ষ্টেশনে চা চক্রে মাওবাদী প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, ” কিছু না, সবই নাটক। কোথাও কোন মাওবাদী নেই। কিছু নেই সবই ঠান্ডা নাটক। কেন্দ্রীয় সরকারের কাছে পয়সা নেওয়ার জন্য নাটক করে ভয় দেখানো হচ্ছে।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গেও সরব হন সাংসদ। বলেন, “উনি আর দেশ ছেড়ে চলে যেতে পারবেন না,আজ হোক কাল হোক সিবিআইয়ের কাছে যেতে হবে। এর আগেও যারা ভুবনেশ্বরে গিয়েছিলেন অনেক নাটক করেছিলেন । কিন্তু ওখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল । উনি যদি কোন অন্যায় না করে থাকেন তাহলে সোজা গিয়ে দেখা করে সোজা কথা বলে আসা উচিত । আর যদি গন্ডগোল করে থাকেন তাহলে একদিন না একদিন ঐখানে যেতে হবে।”
একদিকে অনুব্রত মণ্ডল অন্যদিকে মাওবাদী প্রসঙ্গে এইদিন খড়্গপুরে সরব হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি ফের করোনার বাড়বাড়ন্ত নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দিলেন দিলীপ ঘোষ।