জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ঠাঁই হলো না ঋদ্ধির, প্রোটিয়া সিরিজের নেতা রাহুল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচকরা। রবিবার বিকেলে বোর্ডের টুইটার অ্যাকাউন্টে দল ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই দুটো দল ঘোষণা করলেন নির্বাচকরা। গত বছরের পন্থাই এই বছর অবলম্বন করল দল। টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহর মত সিনিয়রদের। অধিনায়ক কেএল রাহুল। সহ অধিনায়ক ঋষভ পন্থ। তবে কোনওটাতেই সুযোগ পাননি বাংলার ঋদ্ধিমান সাহা।প্রত্যাশা মতই টি-২০ দলে একাধিক নতুন মুখ সুযোগ পেয়েছেন। আর্শদীপ সিং ও উমরান মালিক সুযোগ পেয়েছেন। তাঁদের অভিষেক হতে পারে। তবে চমক দিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন দীনেশ কার্তিক। চোট চারিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। ফলে ফিনিশারের সমস্যাটা মিটবে ভারতীয় দলের। আইপিএলে এই দুজনেই দুর্দান্ত খেলেছেন। বোলিংয়ে চাহাল ফর্মে রয়েছেন। অন্যদিকে সুযোগ পেয়েছেন কুলদীপ। দীর্ঘদিন পর কুল-চা জুটি দেখতে পাবেন সমর্থকরা। টেস্ট দলে কামব্যাক করেছেন চেতেশ্বর পূজারা। চোটের জন্য সুযোগ পাননি অজিঙ্কা রাহানে। দুটো সিরিজেই রাখা হয়েছে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারকে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তিনিই একমাত্র নতুন মুখ। বাকি পুরনো দলেই ভরসা রেখেছেন নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে সিনিয়র প্লেয়ারদের বিশ্রামের দাবি উঠেছিল। টানা ক্রিকেট খেলার ধকল ছিল। তার উপর নির্বাচকরা চাইছিলেন ইংল্যান্ড সিরিজে ফ্রেশ হয়ে নামুক সিনিয়ররা। সেই জন্যই প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্রামে পাঠানো হল তাদের।

টি-২০ দলঃ

কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ অধিনায়ক) (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

ওডিআই দলঃ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।
আগামী ২৯ মে শেষ হবে আইপিএল। বায়ো বাবলের মধ্যেই হচ্ছে এই লিগ। এর ১০ দিন পরেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। মোট পাঁচটা শহরে হবে ম্যাচ। তালিকায় আছে দিল্লি, কটক, ভাইজ্যাগ, রাজকোট, বেঙ্গালুরু। ম্যাচগুলি হবে যথাক্রমে ৯, ১২, ১৪, ১৭ ও ১৯ জুন। অর্থাৎ ঠাসা ক্রীড়াসূচির মধ্যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে সিরিজের জন্য ভ্রমণ করতে হবে দুই দলকে।