আমাদের আইএসএল না খেলার কোনো কারণ নেইঃ দেবব্রত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইস্টবেঙ্গল থেকে চলে গিয়েছে ইনভেস্টর শ্রীসিমেন্টস গোষ্ঠী। অনিশ্চিয়তার মুখে শতবর্ষ প্রাচীন ক্লাবের আইএসএলে মাঠে নামা। ইনভেস্টর পাবে ইস্টবেঙ্গল ক্লাবে! বসুন্ধরার সঙ্গে চুক্তিও কতদূর! এই নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করলেন ইস্টবেঙ্গল কর্তারা! লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিক সম্মেলন করে জানান, “ভুললে চলবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আইএসএলে খেলবোই পরের মরশুমে।” বাংলাদেশের বসুন্ধরার সঙ্গে আলোচনা কতদূর লাল হলুদ শীর্ষকর্তা জানালেন,” আমাদের মধ্যে পজিটিভ আলোচনা হয়েছে। অনেকদূর এগিয়েছে কথাবার্তা। একসঙ্গে কাজ করতে চাই শুধু ওদের কিছু অফিসিয়াল বিষয় আছে সেই কারণে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন আমরা আপাতত অপেক্ষায় আছি ওরা কী জানায়! আশা করছি পনেরো দিনের মধ্যে ইনভেস্টর বিষয়ে একটা পজিটিভ কিছু খবর দিতে পারব।” কিন্তু বসুন্ধরা এলে এফসি কাপে খেলতে পারার সমস্যা হতে পারে কারণ বসুন্ধরারও ফুটবল দল আছে। কিন্তু কর্তাদের বক্তব্য নিয়ম অনুযায়ী একটা গ্রুপের দুটো দেশে ফুটবল দল থাকলে ফিফা র‍্যাঙ্কিং এ এগিয়ে থাকা দেশের ক্লাব খেলতে পারে এএফসিতে। সেখানে বাংলাদেশের থেকে ভারতের ফিফা রাঙ্কিং এগিয়ে আছে । কিন্তু শ্রী সিমেন্টস আসায় গত দুই বছরে লাল হলুদ ক্লাবের পারফরমেন্স তলানিতে ছিল। সেই বিষয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার বক্তব্য, “আমি বাকি ইস্টবেঙ্গল সমর্থকদের মত মর্মাহত এই পারফরমেন্স দেখে । অতীতে আমাদের পারফরমেন্স কখনও এতটা খারাপ হয়নি। তবে আমি কথা দিচ্ছি আগামী দুই বছরের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব নিজের স্বমহিমায় ঘুরে দাঁড়াবে। শ্রী সিমেন্টস কী করেছে আমরা কী করেছি সেই বিষয় আর আনতে চাই না। মুখ্যমন্ত্রী স্পোর্টিং রাইটস ফেরত দিতে আমাদের সাহায্য করেছেন আমরা সেই কারণে উনার প্রতি ঋণী।” তবে এগারো জন ফুটবলারদের বকেয়া আছে সেটা না দিলে ক্লাব ফেডারেশনের শাস্তির মুখে পড়তে পারে। লাল হলুদ কর্তাদের বক্তব্য, “শ্রী সিমেন্টস অনেক টাকা খরচা করেছে মাত্র দুই কোটি টাকার জন্য নিজেদের নাম খারাপ করবে না। আমাদের নামও খারাপ করবে না। এই টাকার বিষয় মিটে যাবে।” এদিকে কলকাতা লিগ, ডুরান্ড কাপের জন্য ফুটবলারদের স্কাউটিং করার জন্য প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, মেহেতাব হুসেন, রহিম নবি, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসুদের নিয়ে একটা গ্রুপ তৈরী হয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট দেওয়ার কথা ক্লাবের।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলো শ্রী – NF Bangla Private Limited (newsfrontbangla.com)