জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ভারত পাক দুই দলের ওপরই সমান চাপ থাকবে

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

রিজওয়ানে এশিয়া কাপের মঞ্চে ফের একবার ভারত বনাম পাকিস্তানের মহারণ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েই যাত্রা শুরু করেছিল ভারত। এশিয়া কাপের মঞ্চে এবার দ্বিতীয়বার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। ২৪ ঘন্টা বাদেই মুখোমুখি হবে দুই দল। সুপারফোরের সেই লড়াই শুরু হওয়ার আগেই মুখ খুললেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার মহম্মদ রিজওয়ান । পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৮ রানে শেষ হয়ে গিয়েছিল হংকং। সেই ম্যাচ ১৫৫ রানে জিতে সুপার ফোরে জায়গা পাকা করে ফেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হার স্বীকার করে। এক সপ্তাহের পরে সুপার ফোরে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনেএসেছে । যদিও পাক বাহিনী কিন্তু যথেষ্ট সচেতন।

ম্যাচের আগে মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে খেলতে নামাটা সবসময়ই একটা চাপের। শুধুমাত্র এশিয়াই নয়, গোটা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। এই ম্যাচে আমাদের এবং ভারতের ওপরই চাপ থাকবে। এই ম্যাচে যে শান্ত থাকতে পারবে এবং সাহসী ক্রিকেট খেলবে সেই দলই সমস্ত সাফল্য পাবে। আমি সবসময়ই ক্রিকেটারদের বলেছি যে হংকংই হোক কী ভারত , যার বিরুদ্ধেই খেল না কেন, এটা কিন্তু সবসময়ই ব্যাট এবং বলের খেলা। অবশ্যই এই খেলাটা যথেষ্ট বড় একটা ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে এখন”।