দেশে এই প্রথম! একসঙ্গে ৩৮ জনকে ফাঁসির সাজা শোনাল আদালত

এনএফবি, নিউজ ডেস্কঃ

বেনজির রায় আদালতের। ২০০৮ সালের আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৪৯ জন সাব্যস্ত হওয়া দোষীর মধ্যে ৩৮ জনের ফাঁসির সাজা শোনাল গুজরাটের বিশেষ আদালত। ভারতে একসঙ্গে এতজন দোষীকে ফাঁসির সাজা এই প্রথম।

২০০৮ সালের ২৬ জুলাই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ। সেদিন সব মিলিয়ে ৭০ মিনিটের মধ্যে ২১টি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই ঘটনায় মৃত্যু হয় ৫৬ জন সাধারণ মানুষের আহত হন ২০০-র বেশি জন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল ইন্ডিয়ান মুজাহিদিন নামের এক জঙ্গী গোষ্ঠী। দ্রুত তদন্তে নামে পুলিশ। সব মিলিয়ে ৮৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হয় ৭৮ জনকে। পরে অভিযুক্তের সংখ্যা কমে হয় ৭৭ হয়। ২০০৯ সালের ডিসেম্বরে শুনানি শুরু হয়। সব মিলিয়ে ১ হাজার ১০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে কয়েকদিন আগে রায় দেয় আদালত। মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ২৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। দোষী সাব্যস্ত হয় ৪৯ জন। যার মধ্যে ৩৮ জনকে শুক্রবার ফাঁসির সাজা শোনাল আদালত।

আরও পড়ুনঃ বিদায় শিল্পী, ফুটবলার সুরজিৎ,৩৫ সপ্তাহে গর্ভপাতের সম্মতি, নজিরবিহীন রায় আদালতের