জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ধোনির এই মন্ত্রই বদলে দেয় হার্দিককে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শেষবার গতবছর টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেন, তারপর আইপিএলে অল রাউন্ড পারফরমেন্স করেন এবং অধিনায়ক হিসেবে দলকে ট্রফি এনে দেন হার্দিক পান্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো পারফরমেন্স করেন। আর তার এই সাফল্যর জন্য মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করলেন। এদিন হার্দিক জানান,”আমার জীবনের প্রথম দিকে, মাহি ভাই আমাকে একটা বিষয় শিখিয়েছিলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম আপনি কীভাবে চাপ এবং সবকিছু থেকে দূরে থাকেন? এবং তিনি আমাকে খুব সহজ পরামর্শ দিয়েছিলেন, ‘তোমার স্কোর সম্পর্কে চিন্তা করা বন্ধ করো এবং তোমার দলের কী প্রয়োজন তা ভাবতে শুরু করো।’ সেই শিক্ষাটি আমার মনে থেকে গেছে এবং আমাকে এমন খেলোয়াড় হতে সাহায্য করেছে যে আমি যেকোন পরিস্থিতিতে খেলতে পারি।”এরপরে হার্দিক জানান,”আমি (পরিস্থিতি অনুসারে) খেলি, যে প্রতীকটি আমি আমার বুকে বহন করছি তার জন্য খেলি। আমি সময়ের সাথে আমি আরও ভালো যেটাতে হতে চাই তা হল গুজরাত টাইটান্স ও ভারতের হয়ে আমি যে কাজগুলি করছি তা কতটা মসৃণ এবং নিয়মিত করতে পারছি তা নিশ্চিত করা।”
রাজকোটে ভারতীয় টপ অর্ডার ধসে গেলেও ভারতীয় সহ-অধিনায়ক হার্দিক, দীনেশ কার্তিকের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ইনিংসকে বাঁচাতে পঞ্চম উইকেটে ৬৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
হার্দিক ৪৬ রান করেন এবং কার্তিক তাঁর প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করেন। ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৮২ রানে হারে । দক্ষিণ আফ্রিকার ৮৭ রানে অল আউট হয়ে যাওয়ায় এটাই টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর।
আগামী আয়ারল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হন হার্দিক। আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পুরস্কার পেলেন হার্দিক।
হার্দিক ছাড়াও দলে রয়েছেন ভূবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা। রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, হর্ষল পটেল, আবেশ খান, উমরান মালিক এবং আর্শদীপ সিং।আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ (২৬ এবং ২৮ জুন) খেলবে ভারত। কোচ হিসেবে দলের সঙ্গে যাওয়ার কথা ভিভিএস লক্ষণের। আয়ারল্যান্ড সফর শেষ করে ইংল্যান্ডে যাওয়ার কথা ভারতের। দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।