জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এবার বিজ্ঞাপণ নিয়ে সৌরভকে একহাত গম্ভীরের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সময় যত এগোচ্ছে ততই ভারতীয় ক্রিকেটাররা বিজ্ঞাপনের দিকে ঝুঁকছেন। টেলিভিশনে বর্তমানে চলা বিজ্ঞাপনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। ক্রিকেট মরশুমে যেই সংখ্যাটা আরও বাড়ে। বর্তমান প্লেয়ারদের সঙ্গে পাল্লা দিয়ে প্রাক্তন প্লেয়াররাও বিজ্ঞাপন দিচ্ছেন। এক্ষেত্রে কিছু সময় বিতর্ক তৈরি হলেও অধিকাংশ ক্ষেত্রে জনপ্রিয়তা পায় এই বিজ্ঞাপনগুলো। তবে ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটারদের দেওয়া বিজ্ঞাপনের মধ্যে সবথেকে জনপ্রিয় হল ফ্যান্টাসি গেমসের বিজ্ঞাপন। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সবেতেই দেখা যায়। টাকা দিয়ে এই গেম যেহেতু খেলতে হয় তাই এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক কম নেই। যেখানে বেটিং নিষিদ্ধ সেখানে এই ধরনের ফ্যান্টাসি গেমসের অ্যাপের বাড়বাড়ন্ত নিয়ে একাধিকবার কথা হয়েছে। এবার এই বিষয়ে সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সাংসদ গৌতম গম্ভীর।যদি বিসিসিআই প্রেসিডেন্ট এটা করে থাকেন (ফ্যান্টাসি অ্যাপের বিজ্ঞাপন), তাহলে বাকি প্লেয়ারদের থেকে কী আশা করা যায়? উনি যদি না করেন তাহলে কেউই করবে না। সবাইকে নিয়ম মানা উচিত বলে মনে হয়। শীর্ষমহল থেকে আগে মানা উচিত নিয়ম। আমাদের অ্যাপটিকে হয় ব্যান করতে হবে নয়ত প্রচার বন্ধ করতে হবে। কাউকেই এই ধরনের অ্যাপের প্রচার করতে দেওয়া উচিত নয়।”