অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পল পোগবার ভাইকে দলে নিয়ে চমক দিয়েছিল আগেই। এবার ২০১৮ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপারকে দলে নিয়ে ফের চমক দেখালো এটিকে মোহনবাগান। নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে গোল করার দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার দিমিত্রিয়াস পারট্রোটাস।
পাঁচজন বিদেশিকে আগেই বেছে নিয়েছিলেন কোচ জুয়ান ফেরান্দো। এবার ষষ্ঠ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে দলে নিলেন তিনি। শুধু স্ট্রাইকার হিসেবেই নয় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন অজি বিশ্বকাপার। এমনকি অ্যাটাকিং উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। দেশের হয়ে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলা ছাড়াও অজি লিগের ক্লাব ফুটবলেও স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইংগার হিসেবে খেলেছেন। অস্ট্রেলিয়ার লিগ জয়ের কৃতিত্ব রয়েছে দিমিত্রিয়াসের। ব্রিসবেন রোয়ার্সের মতো শক্তিশালী দেশের হয়ে খেলেছেন। সৌদি আরবের ক্লাব আল ওহেদারের হয়ে খেলার পরে গত মরশুমে অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে খেলেছেন বছর ২৯ এর এই বিশ্বকাপার। দেশ এবং ক্লাবেও তার জার্সির নম্বর নয়।
২৯ জুলাই নতুন মরশুমের অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান। গোষ্ঠ পাল সরণির মোহনবাগান ক্লাব মাঠের আমূল সংস্কার করা হয়েছে। কোচ জুয়ান ফেরান্দো এর আগেই ক্লাবের মাঠ এবং অত্যাধুনিক জিম এবং অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখে গিয়েছেন। আগামী মাস থেকেই ডুরান্ড কাপের খেলা রয়েছে এটিকে মোহনবাগানের। যার প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেপ্টেম্বরে কলকাতায় রয়েছে এএফসি কাপের সেমিফাইনাল। তারপর আইএসএল। নতুন মরশুমে সাফল্য পেতে মরিয়া জুয়ান ফেরান্দো দলগঠন থেকে পরিকাঠামোগত পরীক্ষা সব কিছুতেই খামতি রাখতে নারাজ।
প্রসঙ্গত, গোলরক্ষক হিসেবে ইতিমধ্যেই দলে নেওয়া হয়েছে বিশাল কাইথকে এবং আর্শ আনোয়ারের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। অপরদিকে, রক্ষণভাগে ভারতীয় খেলোয়াড়দের তালিকায় রয়েছেন আশিক কুর্নিয়ার, আশিষ রাই, শুভাশিষ বোস, প্রীতম কোটাল। বিদেশিদের তালিকায় রয়েছেন ফ্লোরিন্টন পোগবা, ব্রেন্ডন হ্যামিল ও কার্ল ম্যাকহিউ।