জুলাই 8, 2024
Latest:
জেলা

এবার দক্ষিণ দিনাজপুরেও লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ গৃহবধূ ও মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের চেক তুলে দেওয়া হল।

এদিন কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দক্ষিণ দিনাজপুর জেলার অনুষ্ঠানটি বালুরঘাট শহরের বালু ছায়া সভাগৃহে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বেজ, বিবেক কুমার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে গৃহবধূদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।