এবার ধর্ষণের ঘটনা শিলিগুড়িতে, গ্রেফতার বাবা ও পিসেমশাই

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফাঁসিদেওয়া এলাকায় বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বাবা ও পিসেমশাইকে। দুজনেই ফাঁসিদেওয়ার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে পিসেমশাই বিশেষভাবে সক্ষম ঐ যুবতীর ওপর পাশবিক অত্যাচার চালায়। এরপরই অসুস্থ হয়ে পড়ে সে। রাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় যুবতী। মেয়েটির অভিযোগ, বাবা এই ব্যাপারে মুখ খুলতে না করে তাকে আর সেই কারণেই তাকে আশ্রয় নিতে হয় পাশের বাড়িতে। এলাকার মহিলারা তার অসুস্থতা দেখে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে গোটা ঘটনাটা। এর পরেই ঐ যুবতীর পিসি ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ধৃত বাবা ও পিসেমশাই। নিজস্ব চিত্র

লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিশেষভাবে সক্ষম যুবতীর বাবা ও পিসেমসাইকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।