ভাবনা, আইএসএলে রেফারি নিয়ে

isl referee

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রশ্ন উঠছে আইএসএলে রেফারির মান নিয়ে। আর তাই এফএসডিএল ও এআইএফএফ তিন মরশুমে দশ কোটি টাকার বেশি খরচ করবে রেফারিদের মান উন্নতির খাতে। পিজিএমওএল অর্থাৎ যারা প্রিমিয়ার লীগে রেফারি পাঠায় তারা এই ‘এলিট রেফারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত থাকছে। প্রসঙ্গত এফএসডিএলের টুর্নামেন্ট আইএসএল হলেও রেফারির বিষয়টা দেখে ফেডারেশনই। এরফলে কি রেফারির মান আইএসএলে উন্নতি করবে, এখন সেটাই দেখার।