যৌন নির্যাতনে তিন অভিযুক্তের সাজা ঘোষণা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

তিওড় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির হোমের আবাসিকদের উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ মহন্ত সহ তিন জনকে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অতিরিক্ত জেলা এবং দায়রা দ্বিতীয় কোর্টের (পক্সো স্পেশাল) বিচারক সুজাতা খারগে এই রায় দেন । দিলীপ মহন্তকে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি সহ ৬@১০পক্সো ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। হোমের প্রাক্তন সুপার সাবিত্রী হেমব্রম এবং সহায়িকা খুশি মন্ডলের বিরুদ্ধে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি, ১০৯ আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয় । বুধবার সাজা ঘোষণা করেন বিচারক । পর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবে দিলীপ মহন্তের দুই ড্রাইভারকে বেকুসুর খালাস ঘোষণা করা হয়।
আদালত সূত্রের খবর, ২০১৫ সালের ৩রা আগস্ট হিলির তিওরের ধীরেন মহন্ত চ্যারিটেবিল সোসাইটির মালিক দিলীপ মহন্তের নামে গুরুতর অভিযোগ ওঠে । হোমের মেয়েদের ব্যবহার করে দীর্ঘদিন করে ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ দায়ের হয় হিলি থানায়। তাদের যৌন হেনস্থাও করা হয় বলে অভিযোগ ওঠে দিলীপ মহন্তের বিরুদ্ধে । ঘটনায় হোমের ৫ নাবালিকা ছাড়াও ওই হোমের সুপার ভক্তি সরকার লাহা এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন হিলি থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দিলীপ মহন্ত ছাড়াও তার দুই গাড়ি চালক ও হোমের এক প্রাক্তন সুপার খুশি মণ্ডলকে গ্রেপ্তার করে।
পুলিশি রিমাইন্ডারের সময় আবেদনের ভিত্তিতে দিলীপ মহন্তের বাড়ি থেকে একাধিক নামি দামি মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও তার ব্যবহারের কম্পিউটার, সিসিটিভি সহ একধিক গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয় । যার মাধ্যমে একাধিক সূত্র সামনে আসে পুলিশের কাছে। তারপর থেকে পুলিশি হেফাজতেই ছিলেন অভিযুক্তরা। বুধবার সাজা ঘোষণা করেন বিচারক ।

বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন, ৫৫ জনের সাক্ষী নেওয়া হয়েছে । দিলীপ মহন্ত, সাবিত্রী হেমব্রম এবং খুশি মন্ডলকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক । বাকি দুই ড্রাইভারকে বেকসুর খালাস করা হয়েছে ।

সরকারি উকিল ঋতব্রত চক্রবর্তী জানান,দিলীপ মহন্তকে আজীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে ও অনাদায়ে ৩লক্ষ টাকা ধার্য্য করেন বিচারক। দিলীপ মহন্তর সহযোগী ২জন মহিলাকে ১০বছরের সাজা ঘোষণা ও ৩০হাজার টাকা ধার্য্য করা হয়েছে।