রসায়নে নোবেল পুরস্কারে সম্মানিত তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক, এনএফবিঃ

রসায়নে ২০২২ সালে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন তিন বিজ্ঞানী। বুধবার নোবেল কমিটির পক্ষ থেকে ক্যারোলিন আর বেরতোজ্জি (Carolyn R. Bertozzi), মর্টেন মেলডাল (Morten Meldal) এবং কে ব্যারি (K. Barry)-কে পুরস্কৃত করা হয়েছে বলে ঘোষণা করেছে।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে জানানো হয়েছে “an ingenious tool for building molecule” অর্থাৎ মলিকিউল তৈরির একটি বিশেষ পদ্ধতি আবিষ্কারের জন্য এই সম্মান। ক্লিক কেমিষ্ট্রি এবং বায়োঅর্থোজোনাল কেমিষ্ট্রিতে যুগান্তকারী কাজের জন্য এই আবিষ্কার।