জুলাই 5, 2024
Latest:
জেলা

যেকোনো মুহূর্তে সমুদ্রসৈকতে আছড়ে পড়তে পারে অশনি

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

যে কোনো সময়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া।

প্রশাসনের তরফ থেকে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, মোতায়েন রয়েছে এনডিআরএফ এর টিম। সমুদ্রে নামতে দেওয়া হচ্ছেনা সমুদ্রসৈকতে আসা পর্যটকদের, মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। ইতিমধ্যেই সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরির।

নিজস্ব চিত্র

অখিল গিরি বলেন, ” সবকিছু স্বাভাবিক থাকলেও প্রশাসনকে সব সময় সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য সব সময় তাদের সজাগ থাকতে বলা হয়েছে।”

নিজস্ব চিত্র