জুলাই 8, 2024
Latest:
জেলা

সালারে ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের কান্দি মহকুমার সালার থানা এলাকায় ডিওয়াইএফআইয়ের একটি কর্মসূচিকে ঘিরে পুলিশ ও ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের চলল রীতিমতো ধস্তাধস্তি। বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতৃত্বে সালার এলাকাজুড়ে একটি মিছিল সংগঠিত করার পর এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে সারা রাজ্যের বিভিন্ন থানায় মামলা রুজুর পাশাপাশি সালার থানা এলাকায় মামলা রুজু করতে আসলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু রাজ্যের শিক্ষা মন্ত্রী ও শিক্ষা পতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু নয় রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে একটি নিখোঁজ ডাইরি করার কথা ছিল ডিওয়াইএফআই নেতৃত্ত্বের সালার থানায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার জন্য কুশপুত্তলিকা প্রস্তুত করবার সময় পুলিশ ও ডিওয়াইএফআই নেতৃত্বের ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। সালার থানার সামনে কুশপুত্তলিকা দাহ করার ডিওয়াইএফআই নেতৃত্তের হাত থেকে কুশপুত্তলিকা কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশকর্মীরা এবং সেই কুশপুত্তলিকা দাহ করতে দেয়া হয়নি বলে জানা গিয়েছে। সালারে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বৃহস্পতিবার বিকেলে।