জুলাই 5, 2024
Latest:
রাজ্য

মিলবে বাঘ ধরার পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এনএফবি, দক্ষিণ ২৪ পরগণাঃ

যারা বাঘ ধরেছে তাদের পুরস্কৃত করা হবে। আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে টিম এই কাজটি করেছে তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ ৬-৭ দিন না ঘুমিয়ে বাঘটিকে ধরে পুলিশ এবং বনদফতরের কর্মীরা। খুব ভালো করেছেন তারা। তাদের পুরস্কৃত করা হবে।“

গত বৃহস্পতিবার কুলতলি থানার গরানকাঠি এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। খবর পেয়ে বনদফতরে কর্মীরা এসে জাল দিয়ে মাতলা নদী লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গল ঘিরে দেন। টোপ দিয়ে পাতা হয় তিনটি খাঁচাও। প্রায় চার পাঁচ দিন আতঙ্কে কাটান এলাকার বাসিন্দারা। লাগাতার তল্লাশি চালায় পুলিশ এবং বনদফতরের কর্মীরা। ছয়দিন পর ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘ বন্দি হয়। এমনিতেই রয়েল বেঙ্গল টাইগার অত্যন্ত ভয়ঙ্কর। তার উপর কয়েকদিন না খেয়ে থাকার ফলে আরও হিংস্র হয়ে পড়েছিল বাঘটি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করা কর্মীরা এই পুরস্কারে উৎসাহিত হবে বলেই সংশ্লিষ্ট মহলের মত।