অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে কড়া নিরাপত্তা হলদিয়ায়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সকাল থেকে সেই সভাকে কেন্দ্র করে জেলাজুড়ে উন্মাদনা তুঙ্গে।

জানা গেছে ,ইতিমধ্যেই কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছে সভাস্থলে ৷ রানিচকের সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। মূলত হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিতে সভা করবেন অভিষেক। ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল চত্বর।

নিজস্ব চিত্র

তবে এই সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই নজর রয়েছে সকলের ।