কালচিনিতে প্রচুর কাঠ উদ্ধার

এনএফবি,আলিপুরদুয়ারঃ

কালচিনি ব্লকের ডীমা পাইপ লাইন এলাকা থেকে শনিবার প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করল বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা।

গোপন সূত্রে পাওয়া খবররের ভিত্তিতে পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা শনিবার ডীমা পাইপ লাইন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার করে। সাইকেলে করে কাঠগুলো পাচার করা হচ্ছিল বলে জানা যায় । উদ্ধার হওয়া কাঠগুলো পানা রেঞ্জে নিয়ে আসা হয়েছে।