জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

শীতলকুচিতে বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এনএফবি, কোচবিহারঃ

বিজেপির মিছিলে বোমা ছুঁড়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ বিকেলে শীতলকুচি এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগই নয়, পুলিশের বিরুদ্ধেও লাঠি চার্জ করার অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। ওই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন বিজেপি জমায়েত করে তাঁদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এরফলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “মিছিলের নামে গোটা জেলা থেকে বিজেপি গুন্ডামাস্তান বাহিনীর জমায়েত করে শীতলকুচিতে। তারাই আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। এর প্রতিবাদে সেখানে পাল্টা মিছিলের ডাক দেওয়া হয়েছে।” তৃণমূল ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, “আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বিজেপি বাইরে থেকে লোক জন নিয়ে এসে শীতলকুচিতে বোমাবাজি করেছে।

নিজস্ব চিত্র

তুফানগঞ্জের বিধায়ক তথা বিজেপি জেলা নেত্রী মালতি রাভা বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। পুলিশের উপস্থিতিতে বোমাবাজি এবং পাথর দিয়ে ঢিল ছোঁড়ে তৃণমূলের হার্মাদ বাহিনী। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। তাই অতর্কিতভাবে হামলা চালিয়েছে।”

নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর বিজেপি জেলায় জেলায় ‘চোর ধরো জেলা ভরো ‘কর্মসূচী করে আসছে। এদিন ওই কর্মসূচী পালনে শীতলকুচিতে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা। ছিলেন জেলা সভাপতি সুকুমার রায়, শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন রায় সহ বেশ কয়েকজন নেতৃত্ব। মিছিল শুরু হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা লুকিয়ে বোমা ও কাটা পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকে বলে বিজেপির অভিযোগ। মিছিলের মাঝে মোট ৭ টি বোমা ফেলা হয় বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে। ওই গণ্ডগোলের জেরে শীতলকুচি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।