জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

কাটমানি নিয়ে ব্লক সভাপতি করার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এনএফবি, মুর্শিদাবাদঃ

কাটমানি নিয়ে ব্লক সভাপতি করার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে।

জানা গেছে , মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মোটা টাকার বিনিময়ে নতুন ব্যক্তিকে তৃণমূল যুব ব্লক সভাপতি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। বিধায়কের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা চেয়ে নেওয়ার অডিও ভাইরাল হয়েছে। বুধবার বড়ঞা ব্লকের প্রাক্তন তৃণমূল যুব ব্লক সভাপতি মাহে আলম সোশ্যাল মিডিয়ায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি চিঠি পোস্ট করেছেন। ফিরহাদ হাকিমকে করা সেই চিঠিতে লেখা আছে বর্তমান তৃণমূল যুব ব্লক সভাপতি মাহে আলম কাটমানি ও নারী পাচারের মতো দুর্নীতির সাথে যুক্ত। তাকে সরিয়ে শামসের দেওয়ানকে যেন তৃণমূল ব্লক যুব সভাপতি করা হয়। এই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন ব্লক সভাপতি মাহে আলম জানিয়েছেন, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বর্তমান ব্লক সভাপতির শামসের দেওয়ান এর কাছে ১০ লক্ষ টাকার কাটমানি নিয়েছেন। ১০ লক্ষ টাকার কাটমানির বিনিময়ে তিনি আমাকে সরিয়ে শামশের দেওয়ানকে নতুন ব্লক সভাপতি করেছেন।

YouTube player

তবে জীবন কৃষ্ণ সাহা বলেন, তার নামে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ পাশাপাশি তিনি এটাও বলেন, যে টাকার কথা বলা হচ্ছে সেটা ৩০ শব্দটা উল্লেখ রয়েছে, এই থেকে স্পষ্ট না সেটা ৩০ লাখ না কত। তবে সেটা দলের অভ্যন্তরে একটা আলোচনা নিয়ে এই টাকার কথা বলে তিনি জানিয়েছেন।

বিধায়কের প্যাডে লেখা চিঠির সত্যতা এনএফবি যাচাই করেনি।