জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ভারতের কোচ হতে গেলে চামড়া মোটা হতে হয়ঃ শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দীর্ঘ সাত বছর ভারতের হেড কোচ ছিলেন রবি শাস্ত্রী। তার আমলেই ভারত প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে। তবে এক সাক্ষাৎকারে তার অকপট স্বীকারোক্তি ‘ঈর্ষাকাতর’ গ্যাঙ্গ চেয়েছিল তিনি যাতে কোচ হিসেবে ব্যর্থ হন। উল্লেখ্য ২০১৪ সালের মাঝামাঝি অনিল কুম্বলেকে সরিয়ে তার স্থলাভিসিক্ত হয়েছিলেন রবি শাস্ত্রী। উল্লেখ্য শাস্ত্রীর মতন একটা সময় ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতেন রবার্ট কি। শাস্ত্রীর মতন তারও কোনও প্রথাগত কোচিং ডিগ্রি নেই। তিনি বলেন, “আমারও লেভেল ১. লেভেল ২. কোনও কোচিং ব্যাজ ছিল না। ভারতের মতন দেশে সবসময় ঈর্ষপরায়ণতা কাজ করে। এই ‘ঈর্ষাকাতর’ গ্যাঙ্গ সবসময় চাইত যাতে আমি ব্যর্থ হই। আমার চামড়া খুব মোটা। তোমরা যে ডিউক বল ব্যবহার কর তার থেকেও মোটা। রব এটা ধীরে ধীরে গড়ে তুলবে যখন ও এই কাজটা শুরু করবে। কারণ প্রতিদিন তোমাকে জাজ করা হবে। আমি খুশি যে ওর অধিনায়কত্বের অনেক অভিজ্ঞতা রয়েছে। কেন্টে ওর এই অভিজ্ঞতা খুব কাজে লাগবে। কারণ ক্রিকেটারদের সঙ্গে কথোপকথনের গুরুত্ব আলাদা। রব ঘরোয়া ক্রিকেটে অনেক কাজ করেছে। তবে যখন জাতীয় দলের গল্প আসে তখন ব্যাপারটা মোটামুটি এক। কিছু সাফল্য পেতে গেলে তোমাকে আক্রমণাত্মক হতেই হবে।”