জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বিশ্বকাপ জেতার জন্য গাধাকেও বাবা বলতে হয় বাবরের উদ্দেশ্য বললেন ক্ষুব্ধ আক্রম

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারত আর জিম্বাবোয়ের কাছে হেরে টি২০ বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গিয়েছে পাকিস্তানের। শোয়েব আখতারের মত প্রাক্তন পাক পেসার তুলোধোনা করেছেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। এবার আসরে নামলেন প্রাক্তন তারকা পাক পেসার ওয়াসিম আক্রম। এদিন আক্রম এক অনুষ্ঠানে প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে জানালেন, গত এক বছর ধরে আমরা জেনে এসেছি যে মিডল অর্ডার একটু দুর্বল। এই যে এই ছেলেটা বসে আছে (শোয়েব মালিককে দেখিয়ে)। একে অবশ্যই খেলানো উচিত ছিল। তেমন হলে আমি সরাসরি চেয়ারম্যান আর নির্বাচকদের কাছে গিয়ে বলতাম, আমার শোয়েবকে চাই। যদি না পাই তাহলে আমি বিশ্বকাপ খেলব না।”এতেই শেষ নয়। এক বিতর্কিত ব্যখ্যা দিয়ে আক্রম বলেন, “আমি যদি অধিনায়ক হতাম তাহলে কি করতাম? বিশ্বকাপ জেতার জন্য যদি গাধাকেও বাবা বলে ডাকতে হয় তাহলে আমি তা-ই করতাম। কারণ দিনের শেষে কিন্তু আমাকে বিশ্বকাপ জিততেই হবে।” যোগ করেন, “বাবরকে আরও বুদ্ধিমান হতে হবে। ওকে মনে রাখতে হবে এটা পাড়ার দল নয় যে কেউ একজন না থাকলে তার জায়গায় যাকে তাকে নেওয়া যাবে। আমি হলে সবার প্রথমে শোয়েব মালিককে মিডল অর্ডারের জন্য বাছতাম।”