জুলাই 5, 2024
Latest:
অর্থনীতি

পেটিএমে নতুন অ্যাকাউন্ট চালুতে নিষেধাজ্ঞা শীর্ষ ব্যাঙ্কের

এনএফবি, নিউজ ডেস্কঃ

ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএম(paytm)-এ আর নতুন করে কোনও অ্যাকাউন্ট চালু করা যাবে না। নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করাতে পারবে না সংস্থাটি। শুক্রবার ভারতের শীর্ষ ব্যাঙ্ক রিভার্জ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া( RBI)-এর পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
পাশাপাশি একটি আইটি অডিট ফার্মকে নিয়োগ করে পেটিএমের আইটি সিস্টেমের ব্যাপক সিস্টেম অডিটের নির্দেশ দিয়েছে আরবিআই৷ ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯-এর ৩৫এ ধারা বলে আরবিএই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আরবিআই জানিয়েছে, আইটি অডিটরের রিপোর্ট সন্তোষজনক মনে হলে তবেই নতুন গ্রাহকদের সেখানে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে৷