জুলাই 3, 2024
Latest:
রাজ্য

তোর্সা সেতুর পথবাতির বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের

এনএফবি, কোচবিহারঃ

কোচবিহারের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। কোচবিহার সদর শহরের সঙ্গে দিনহাটা মহকুমা এবং মাথাভাঙ্গা মহকুমার যোগসূত্র স্থাপন করার জন্য এই তোর্সা নদীর উপর দিয়ে বানানো হয়েছিল ঘুঘুমারি সেতু। তবে এই সেতুটি তৈরি করার পর যে পথবাতিগুলি লাগানো হয়েছিল সেতুর মধ্যে। সেগুলি দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ পথবাতি ভেঙে গিয়েছে। এই সেতুর ওপর দিয়ে সব সময় যানবাহন চলাচল করে। এই সেতুটি কোচবিহার একটি গুরুত্বপূর্ণ সেতুর মধ্যে অন্যতম। তবে কেন এই সেতুটিকে নিয়ে এত অবহেলা এই প্রশ্ন উঠছে বারংবার। দীর্ঘ এতটা সময় ধরে খারাপ হয়ে থাকা এই সেতুটির বাতি গুলোকে দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই বিষয় নিয়ে সচেতন হচ্ছে না কোচবিহার জেলা প্রশাসন।