জুলাই 5, 2024
Latest:
জেলা

অনলাইনে প্রতারণার ফাঁদে ব্যবসায়ী, খোয়ালেন ৫৫ হাজার টাকা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

সেনা বাহিনীর কর্মীর পরিচয় দিয়ে অনলাইনে সামগ্রী বিক্রির প্রতারণার ফাঁদে পড়ে ৫৫ হাজার টাকা খোয়ালেন বালুরঘাট শহরের এক ব্যবসায়ী। অভিযোগ শহরের ব্রিজ কালী এলাকার বাসিন্দা পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী দেবজ্যোতি দাস(৩০) কয়েক দিন আগে অনলাইনে দেখতে পান কিছু পুরনো সামগ্রী যেমন এসি, রেফ্রিজারেটর, ফ্যান সহ আরও কিছু আসবাব পত্র এক সেনাকর্মী বিক্রি করবেন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন।

সেনাকর্মী আর ও জানান,কাশ্মীরে বদলি হবে বলে তিনি সামগ্রী গুলি বিক্রি করতে চান । সেই বিজ্ঞাপন দেখে দেবজ্যোতি দাস জিনিসগুলো ক্রয় করতে চেয়ে ফোন করেন। সামগ্রীর দাম সহ ট্রাসপোর্টে খরচ বাবদ তিন দফায় মোট ৫৫ হাজার টাকা সেই ভুয়ো সেনাকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় । এরপরে সেই সেনাকর্মীর মোবাইল বন্ধ হয়ে যায়। বিগত তিন দিন ধরে মোবাইল বন্ধ রয়েছে। উপায় না পেয়ে বৃহস্পতিবার বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে একই পদ্ধতিতে সেনাকর্মীর পরিচয় দিয়ে জেলায় বহু মানুষ প্রতারিত হয়েছে। যদিও তাদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও আজ পর্যন্ত কেউ কোন সুরাহা পায়নি বলেই জানা গেছে ।