কালিঝোড়ায় ধসে বন্ধ যান চলাচল

এনএফবি,দার্জিলিংঃ

কালিঝোড়ার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। বন্ধ হয়ে যায় যান চলাচল। রবিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয় পাহাড়ে। এর কারণে ধস নামে কালিঝোড়ার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এবং ধস সড়ানোর কাজ শুরু করে। ধসের কারণে রাস্তার লম্বা লাইন পড়ে যায়।

নিজস্ব চিত্র