জুলাই 3, 2024
Latest:
জেলা

দক্ষিণ দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আগাম বর্ষা পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে যাওয়ার ৫১২নম্বর জাতীয় সড়কের দুই পাশে গাছ লাগানো শুরু করলো বালুরঘাট বনদপ্তর।

জানা গেছে , বনদপ্তরের পক্ষ থেকে ৫১২ নং জাতীয় সড়কের দুই পাশে গাছ লাগানো শুরু হয়েছে ১০ই জুন থেকে। গাছ লাগানো হবে বালুরঘাট ব্লকের খানপুর থেকে হিলি ব্লকের ত্রিমোহিনী পর্যন্ত ৷ শাল,কৃষ্ণচূড়া ,করমচা ,জামরুল প্রভৃতি নানা ধরণের গাছ লাগানো হবে বলে জানান বন দপ্তরের এক কর্মী ৷

আর ও জানা গেছে, দীর্ঘ এই রাস্তায় ১০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর।