জুলাই 5, 2024
Latest:
লেটেস্টস্থানীয়

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে

এনএফবি,মুর্শিদাবাদঃ

চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠলো ব্লক সভাপতির বিরুদ্ধে। সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নং ব্লকের খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন ও আখড়িগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লুৎফা বিবি সাংবাদিকদের সম্মুখে এই অভিযোগ করেন। তাঁরা বলেন, “ভগবানগোলা ব্লকের ব্লক সভাপতি আব্দুল রোফ, ভগবানগোলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে চাকুরী দেওয়ার নাম করে, টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। এমনকি আমাদের কাছ থেকেও পার্টির প্রোগ্রামের নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। এছাড়াও বিভিন্ন সুযোগ- সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তিনি তুলেছেন। দীর্ঘদিন ধরে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী ও মুর্শিদাবাদ জেলার তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায় ও ভগবানগোলা থানায় অভিযোগ করেও কোন সুরাহা হয়নি।” অভিষেক ব্যানার্জীর দপ্তরে জানিয়েও কোন কাজ না হওয়ায় আজ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বলে জানান।

ইদ্রিশ আলি, বিধায়ক। নিজস্ব চিত্র

ভগবানগোলা ব্লকের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সেলিম শেখ,খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিন এবং আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লুৎফা বিবি সহ অন্যান্যরা, অতিদ্রুত অভিযুক্ত ব্লক সভাপতিকে পদ থেকে সরানোর দাবি তোলেন। এবং চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক বলেও তাঁরা দাবি জানান। এই বিষয়ে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী জানিয়েছেন,” এই অভিযোগ আমি আগেও পেয়েছি, তবে সেগুলো সেই ভাবে গুরুত্ব দিয়ে দেখিনি, এবার এই অভিযোগ আমি রাজ্য নেতৃত্বকে পাঠাবো, তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।” অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায় জানিয়েছেন,” অভিযোগ আমি পেয়েছি তবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে জানাবো।” ব্লক সভাপতি আব্দুল রোফ, এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু লোকজন এই অভিযোগ করছে। এই অভিযোগের কোন বাস্তবায়তা নেই।”