জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

বালুরঘাটে নির্দল প্রার্থী হয়ে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর

এনএফবি, বালুরঘাটঃ

পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী তৃণমূল থেকে দাঁড়ানো কোন নির্দল প্রার্থী ভোটে লড়লে তাকে দলে স্থান দেওয়া হবে না। আর এই প্রতিফলন ঘটলো বালুরঘাটে। বালুরঘাটের তৃণমূলের টিকিট না পেয়ে দুটি ওয়ার্ডের নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল ৯ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডে । ৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী আগেই তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৯ নম্বর ওয়ার্ডের ঝুমুর বিশ্বাসকে বুধবার পার্টি অফিসে নিয়ে এসে তার প্রার্থী পদে না লড়ার কথা ঘোষণা করান শশী পাঁজা।

আরও পড়ুনঃ দুর্নীতি প্রমাণ হলে সব পদ ছেড়ে দেবোঃ সেলিম আলী

এদিন ঝুমুর বিশ্বাস লিখিত দিয়েছেন তিনি পার্টির হয়ে কাজ করতে চান, তিনি প্রচার করবেন না। অবশ্য ঝুমুর বিশ্বাস তার নিজের বক্তব্য না বলে লিখিত আকারে একটি বক্তব্য পাঠ করে শোনান। এছাড়াও আজ বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে পতাকা, ফেস্টুন ছেঁড়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রচার কাজে বেশি ব্যস্ত অন্য কোন দলের পতাকা ফেস্টুন ছিঁড়ে কোনও লাভ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে মানুষের ওপর তাদের বিশ্বাস ও আস্থা রয়েছে তারাই সিদ্ধান্ত নেবেন।