জুলাই 5, 2024
Latest:
জেলা

প্রতিষ্ঠা দিবসে ভরতপুরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এনএফবি, মুর্শিদাবাদঃ

পয়লা জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে আবারও প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এর আগেও একাধিবার মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভরতপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিধায়ক হুমায়ূন কবির ও তার ১০০ মিটারের মধ্যে ভরতপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম আরেকটি সভা করেন। ১০০ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুটি সভা হয়। একই সঙ্গে দুটি সভা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে নিয়ে এল।

কিছুদিন আগে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবিরের বিরুদ্ধে। ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও করেন। তারপরেও কীভাবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিধায়ক হুমায়ূন কবির সভা করতে পারেন, তা নিয়ে সমলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

হুমায়ূন কবির ,বিধায়ক