জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

দলীয় নেতার জন্মদিন পালনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এনএফবি, কোচবিহারঃ

এক নেতার জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিবরাত্রি মেলা সংলগ্ন এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর উত্তেজনায় আতঙ্কিত হয়ে পড়ে শিবরাত্রি মেলায় আগত দর্শনার্থীরা, হুড়োহুড়ি পরে যায় মেলা প্রাঙ্গণ জুড়ে।

জানা যায়, মাথাভাঙ্গা শহরে চলছে শিবরাত্রি মেলা। অন্যান্য দিনের মত এদিনও সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে লোক সমাগম ছিল প্রচুর। কিন্তু হঠাতই রাতে তৃণমূল নেতার জন্মদিন উপলক্ষে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে মাথাভাঙ্গা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর নেতা কামাল হোসেনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের মাথাভাঙ্গার নেতা রাজিবুল হাসান তার জন্মদিন পালনের নাম করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েছেন। মাথাভাঙ্গার ঐতিহ্যশালী শিবরাত্রি মেলার পরিবেশ নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি কামাল হাসানের। তিনি জেলা এবং রাজ্য নেতৃত্বকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। তার অভিযোগ, রাজিবুল হাসান একজন দুষ্কৃতী এবং দল যেন এমন দুষ্কৃতীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজিবুল হাসান বলেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। রাজিবুল হাসানের দাবি, তিনি মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় জন্মদিন পালন করে ফিরছিলেন, সেই সময় পেছন থেকে কামাল হোসেনের নেতৃত্বে তাকে আক্রমণ করা হয়। এমনকি শূন্যে গুলিও চালানো হয় বলে তার অভিযোগ। যদিও এই ঘটনায় কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মাথাভাঙ্গা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আগের থেকে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।