জুলাই 3, 2024
Latest:
জেলা

বালুরঘাটে চেয়ারম্যান – সভাপতি সংঘাতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট পুরসভার নতুন বোর্ডের প্রথম বোর্ড মিটিংয়ে ঘোষিত চেয়ারম্যান ইন কাউন্সিল পদ নিয়ে চেয়ারম্যান এবং তৃণমূল জেলা সভাপতির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ঘটনায় পুরসভায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দফায় দফায় কাউন্সিলরদের নিয়ে মিটিং এবং পাল্টা মিটিং শুরু হয়েছে।

বালুরঘাট পুরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের (তৃণমূলের ২৩ জন এবং বামফ্রন্টের ২জন) উপস্থিতিতে গত পরশু ১৯ তারিখ পুরসভার প্রশাসনিক মিটিং -এ তিন জন চেয়ারম্যান ইন কাউন্সিল নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তিনজনের নাম ঘোষণা করে দেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এই তিনজন যথাক্রমে, নীতা নন্দী, শিখা মহন্ত সাহা চৌধুরী এবং সুরজিৎ সাহা।

তিনজনের নাম ঘোষণা করতেই শুরু হয় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল জেলা নেতৃত্ব এই তিনজনের নাম বৈধ নয় বলে ঘোষণা করেন এবং ২০ তারিখ জেলার কোর কমিটির মিটিংয়ে পুরসভার গৃহীত সিদ্ধান্ত বাতিল করে নতুন তিন জনের নাম ঘোষণা করেন জেলা সভাপতি উজ্জ্বল বসাক। বিপুল কান্তি ঘোষ, মহেশ পারেখ এবং অনোজ সরকার কে নতুন চেয়ারম্যান ইন কাউন্সিল ঘোষণা করে দল। সিআইসি কারা থাকবেন তা নিয়ে দল মাথা ঘামাতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক জানিয়েছেন, চেয়ারম্যান ইন কাউন্সিল পদের যে তিনটি নাম ঘোষণা হয়েছে তা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। নামগুলি পরিবর্তন হবে বলেও তিনি জানান।

এই ঘটনার পর এদিন জেলা তৃণমূল কার্যালয়ে বালুরঘাট পুরসভার বেশকিছু কাউন্সিলার দের নিয়ে বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক। অপরদিকে, এরপর‌ই বালুরঘাট পুরসভায় সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে মিটিং করেন চেয়ারম্যান অশোক মিত্র।
বৈঠক শেষে বোর্ড মিটিংয়ে পাস হওয়া তিনজন চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিলরদের নাম তৃণমূল জেলা সভাপতির নির্দেশ মতো পরিবর্তন হবে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান অশোক মিত্র জানান,”পুরসভা সংক্রান্ত একটি বিষয় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি পৌর মন্ত্রী কে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন এ বিষয়ে রাজ্য নেতৃত্ব থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মত তা পালন করা হবে।”

এদিকে, যেভাবে পুর প্রশাসনের ভিতরে দল নাক গলাতে শুরু করেছে তাতে আগামী দিনে পুরসভার কাজ করতে অসুবিধা হবে কিনা চেয়ারম্যানসহ অন্যান্য আধিকারিকদের তা ভবিষৎ বলবে। তবে এবিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, “বালুরঘাট পুরসভার কাজে যেভাবে দলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে পুর পরিষেবা বা পুরসভার উন্নয়নের কাজে বাধা সৃষ্টি হবে, যার ফল পুর নাগরিক দের ভুগতে হবে।”