জুলাই 5, 2024
Latest:
রাজ্য

তৃণমূল আদিবাসী দরদী দল কিনা জানান দিকঃ সুকান্ত

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

রাষ্ট্রপতি পদে দলের তরফে ঘোষিত প্রার্থী দ্রোপদি মুর্মু সংখ্যা তত্ত্বের বিচারে অনায়াসে জিতবে। তৃণমূল বরং তার দলের ক’জন বিধায়ক ও সাংসদ বিজেপির আদিবাসী মহিলা প্রার্থীকে ভোট দিচ্ছেন,সেটাই দেখুক। আজ বালুরঘাটে এই মন্তব্য করেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন তৃণমূল নাকি দাবি করে থাকে তারা আদিবাসী দরদী দল, এবার তারা তাদের দেওয়া আদিবাসী মহিলা প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে প্রমাণ করুন।

এছাড়াও মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকারের উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ” এ জিনিষ হওয়ার কথাই ছিল। কেননা বালা সাহেব বিজেপির সাথে ছিলেন। তার ছেলের মত চেয়ারের লোভে বিজেপির হাত ছেড়ে কোনদিন কংগ্রেস বা অন্য কোন দলকে নিয়ে সরকার গড়েনি। তাই ওই দলে ফল যা হওয়ার তাই হয়েছে।” তিনি, সেখানে বিজেপির নতুন সরকার গড়বার ব্যাপারে আশাবাদি বলে জানান।

অপরদিকে শিলিগুড়িতে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। এমন বর্ষার মরশুমে শিলিগুড়িতে মহকুমা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করা সরকারের উচিত কাজ হয়নি বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।