জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আহত কর্মাধ্যক্ষার স্বামী

এনএফবি, কোচবিহারঃ

দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষার স্বামীকে তৃণমূল কার্যালয়ের সামনে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠল বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। সোমবার দিনহাটার সিতাই থানার চামটা এলাকায় ওই ঘটনা ঘটেছে।

ঘটনায় গুরুতর ভাবে আহত সিতাই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষা নূর নাহান বিবির স্বামী দেলোয়ার হোসেন। বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দলের গোষ্ঠী কোন্দলের জেরেই ওই ঘটনা ঘটেছে। দেলোয়ার হোসেনের ছেলে ঐ ঘটনা সামাজিক মাধ্যমে জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে সুবিচার পাওয়ার আবেদন করেছেন । তিনি জানান, তাঁর বাবা তামাকের ব্যবসা করেন। সেই কারণেই এদিন সিতাইয়ের চামটা এলাকায় গিয়েছিলেন। সেখানে যেতেই চামটা তৃণমূল কার্যালয় থেকে একদল দুষ্কৃতী বেরিয়ে এসে প্রথমে তার বাবার গাড়ি ভাঙচুর করে, পরে তাঁর বাবাকেও ব্যাপক ভাবে মারধোর করে। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পরেন। পরে তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনা নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, “ব্যক্তি ঝামেলা থেকেই চামটায় আমাদের দলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষার স্বামী নিগৃহীত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনার সাথে দলের কোন সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে আমি আরও ভালো ভাবে জেনে সমস্যা সমাধানের চেষ্টা করব।”