জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

অনুব্রতর বাড়ি চিকিৎসক পাঠানোর কান্ডে উঠে এল তৃণমূল বিধায়কের নাম, বিস্ফোরক সুপার

এনএফবি, কলকাতাঃ

অনুব্রত মণ্ডলের বাড়িতে কার নির্দেশে চিকিৎসক পৌঁছেছিলেন, এই প্রশ্ন নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য– রাজনীতি। কারণ চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, হাসপাতালের সুপারের নির্দেশেই তিনি গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের বাড়ি। আর হাসপাতালের সুপার বলছেন চিকিৎসককে নির্দেশ তিনি দেননি। বরং আবেদন করেছিলেন। এই মতবিরোধের মধ্যে এবার উঠে এল তৃণমূল কংগ্রেস বিধায়কের নাম।

এই বিতর্কের মধ্যে প্রথমবার মুখ খুললেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। তাঁর দাবি, জেলা সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি হাসপাতালের চিকিৎসককে পাঠিয়েছিলেন তিনি। যদিও হাসপাতাল সুপারের বিস্ফোরক অভিযোগ কার্যত নস্যাৎ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

এই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতির তোলপাড় অবস্থা তখন সিউড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায়চৌধুরী অভিযোগ নস্যাৎ করেছেন। তিনি বলেন, ‘‌অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ফোন করে জানানো হয়েছিল তিনি অসুস্থ। ফিসচুলা ফেটে গিয়েছে। সেই তথ্য আমি হাসপাতাল সুপারকে দিয়েছিলাম। তবে বাড়িতে চিকিৎসক পাঠানোর নির্দেশ দিইনি। সুপারকে ঘটনার কথা জানিয়েছিলাম, কোনও নির্দেশ দিইনি।’‌ সুতরাং কে সত্যি বলছেন আর কে মিথ্যে বলছেন তা নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছে। সিবিআই হাসপাতাল সুপারকে জেরা করতে পারেন বলে জানা যাচ্ছে ।