এনএফবি, পশ্চিম মেদিনীপুর
সবে ছুটি কাটিয়ে পুজোর পর মঙ্গলবার কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে। প্রথম দিনেই কলেজের মধ্যে আক্রান্ত হল পড়ুয়ারা। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর দিকে। ঘটনাটি ঘটেছে কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে।
জানা গিয়েছে, এ দিন কলেজে এসে বেশ কয়েকজন পড়ুয়া অধ্যক্ষের ঘরের সামনে দাপাদাপি করে বেড়াচ্ছিল। খবর পেয়ে অপর গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সেখানে পৌঁছায়।
অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কেশপুর কলেজ ইউনিটের সভাপতি শেখ বেলালের দল-বলের দিকে। বেলাল তার টিম নিয়ে উপস্থিত হয়ে কলেজের সংসদ কক্ষে থাকা ব্যাট এবং উইকেট হাতে নিয়ে অপর গোষ্ঠীর ছাত্রদের উপর বেধরক্কা মারধর করে। এই মারধরের ঘটনায় ইতিমধ্যেই প্রায় ৭ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
আহতদের মধ্যে কেশপুর গ্রামীণ হাসপাতালে বেশ কয়েকজন আহত ছাত্র চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।