কোচবিহার পুরসভার দখল নিল তৃণমূল, খাতা খুলতে পারল না বিজেপি

এনএফবি, কোচবিহারঃ

একুশের বিধানসভা নির্বাচনের পরে পুরভোটে বাংলার মানুষ আস্থা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। সারা বাংলার ১০৮ টি পুরসভার সাথে সাথে কোচবিহার জেলায় ৬টি পুরসভায় ভোট হওয়ার কথা। কিন্তু দিনহাটা বাদে বাকি ৫ টি পুরসভায় ভোট হয়েছে। আর তার ভোটের ফলাফল গননা হল আজ। এই মুহূর্তে কোচবিহার পুরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস বোর্ড দখল নিল। কোচবিহার পুরসভায় মোট ২০ ওয়ার্ডে ভোট হয়েছে। সেখানে ১৫ ওয়ার্ডে জয়ী শাসক দল, দুটি ওয়ার্ডে বামফ্রন্ট জয়ী হয়েছে এবং ৩ টি ওয়ার্ডে নির্দলরা জয়ী হয়েছে। কোচবিহার পুরসভায় খাতা খুলতে পারল না বিজেপি।

কোচবিহারে পৌরসভায় কে কোন ওয়ার্ডে জয়ী হয়েছে তা দেখে নিন একনজরে

১ নং ওয়ার্ডে চন্দনা মহন্ত (টিএমসি)
২নং ওয়ার্ডে উজ্জ্বল তর (নির্দল)
৩ নং মায়া সাহা (টিএমসি)
৪ নং ভূষণ সিং (নির্দল )
৫ নং দিলিপ সাহা (টিএমসি)
৬ শুভাংশু সাহা (নির্দল )
৭ নং পম্পা ভট্টাচার্য (টিএমসি)
৮ নং রবীন্দ্রনাথ ঘোষ (টিএমসি)
৯ আমিনা আহমেদ (টিএমসি)
১০ রেবা কুণ্ডু (টিএমসি)
১১ যূথিকা সরকার (টিএমসি)
১২ কমলেশ গোস্বামী (টিএমসি)
১৩ দিলিপ কুমার সরকার (বামফ্রন্ট)
১৪ মিনতি বড়ুয়া (টিএমসি)
১৫ স্বপ্না রায় (টিএমসি)
১৬ অভিজিৎ দে ভৌমিক (টিএমসি)
১৭০ শুভজিত কুণ্ডু (টিএমসি)
১৮ মধুছন্দা সেন গুপ্তা (বামফন্ট)
১৯ অভিজিৎ মজুমদার (টিএমসি)
২০ মোস্তাক আহমেদ (টিএমসি)