জুলাই 8, 2024
Latest:
জেলা

তাম্রলিপ্ত পুরসভায় ১৮ – ২ জিতে পুরবোর্ড তৃণমূলের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বুধবার তাম্রলিপ্ত পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন প্রেক্ষাগৃহে তাম্রলিপ্ত পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ করান তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। তাম্রলিপ্ত পুরসভায় মোট ২০ টি আসন। তার মধ্যে ১৮ টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এবং ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীরা জয়লাভ করে। এদিন মহকুমা শাসক তাম্রলিপ্ত পুরসভার ২০ জন কাউন্সিলরদের একে একে শপথ গ্রহণ করান। সরকারি নিয়ম মেনেই প্রথমে কাউন্সিলরদের শপথ গ্রহণ, সভাপতি নির্বাচন ও পরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এদিন ২০ জন কাউন্সিলরের উপস্থিতিতে চেয়ারম্যান নির্বাচনের জন্য সভাপতির নাম প্রস্তাবের আবেদন করেন মহকুমা শাসক। সভাপতি হিসাবে নাম প্রস্তাব হয় ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সুব্রত রায়ের। তিনি তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যানের নাম প্রস্তাবের আবেদন করেন।এরপর নব নিযুক্ত চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলা মাভৈ রায়। এদিন নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র সহ বিধায়ক গণ। এদিন নব নিযুক্ত চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় তাম্রলিপ্ত পুরসভার ২০ জন কাউন্সিলরদের নিয়ে এলাকায় উন্নয়ন করার প্রতিশ্রুতিদেন।