এনএফবি, মুর্শিদাবাদঃ
জলঙ্গীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দুষ্কৃতী হামলার ঘটনায় গুরুতর আহত একজন। আহতের নাম রাজ্জাক মন্ডল। তিনি জলঙ্গী সাদিখাঁর দিয়াড় অঞ্চলের ২১৭ নং বুথের বুথ সভাপতি। একইসঙ্গে আহত মোশারেফ হোসেন, তিনিও জলঙ্গী দক্ষিন চক্রের মাদার কমিটির সদস্য।
সোমবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে সাদিখাঁরদিয়াড় হাসপাতাল মোড় এলাকায়। ঘটনার পর গুরুতর আহত রাজ্জাক মন্ডলকে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা যায়, সাদিখাঁরদিয়াড় হাসপাতাল মোড় এলাকার এক চায়ের দোকানে বসেছিল বুথ সভাপতি রাজ্জাক মন্ডল-সহ তৃণমূল কর্মীরা। সেই সময় মোটর সাইকেলে করে একদল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ঘটনায় জখম হন দুজন তৃণমূল নেতা। তাদের মধ্যে গুরুতর আহত হন বুথ সভাপতি রাজ্জাক মন্ডল। ঘটনার পর রক্তাক্ত হয়ে পড়লে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। তারপরেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সাদিখাঁরদিয়াড় গ্রামীন হাসপাতালে আহত দক্ষিন চক্রের মাদার কমিটির সদস্যের সাথে দেখা করতে আসেন জলঙ্গী দক্ষিন চক্রের যুব তৃণমূল সভাপতি মোশারফ হোসেন। সেখান থেকে সরাসরি অভিযোগ তুলেন সাদিখাঁরদিয়াড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মহাবুল ইসলামের উপর। যদিও অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।