জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ট্রোলড করা ব্যক্তিরা কখনও ক্রিকেটপ্রেমী নন, বললেন শামি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত বছর টি২০ বিশ্বকাপে পাকিস্তানে হারের পর সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের শিকার হন ভারতীয় পেস বোলার মহম্মদ শামি ৷ এতদিন পরে সেই বিষয়ে জবাব দিলেন এই ভারতীয় দলের সিনিয়র বোলার ৷

ট্রোল যারা করেন তাঁরা কখনই প্রকৃত ফ্যান হতে পারেন না৷ শামি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি জানেন তিনি কার প্রতিনিধিত্ব করেন৷ তিনি আরও বলেছেন তিনি তাঁর দেশের জন্য প্রতিনিধিত্ব করেন৷ তাঁর কথায়, ‘‘আমরাও মানুষ আমাদেরও ভুল হতে পারে৷ কেউ ইচ্ছা করে খারাপ খেলে না৷ “

টি টোয়েন্টি বিশ্বকাপের সময় মহম্মদ শামিকে ট্রোল করা হয়েছিল৷ তখনকার বিরাট কোহলি শামির পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি নিন্দুকদের জবাব দিয়েছিলেন৷ মহম্মদ শামি জানিয়েছেন, ‘‘এই ধরণের ভাবনার কোনও উপায় নেই৷ এনিয়ে যারা ট্রোল করেন তাঁরা প্রকৃত প্রশংসাকারী বা ফ্যান কখনই হতে পারেন না৷ এমনকি তাঁরা প্রকৃত ভারতীয়ও হতে পারেন না৷ যদি আপনি কোনও ক্রিকেটারকে হিরো মনে করেন আর এরকম ব্যবহার করেন তাহলে আপনি ভারতীয় সমর্থক নন৷’’ শামি আরও বলেছেন, ‘‘আমার মনে হয় এরকম কমেন্ট করা মানুষের কথায় আহত হতে হয় না৷’’ তিনি বলেছেন , ‘‘আমার একটা কথা মনে হচ্ছে আমি যদি কোনও মানুষকে নিজের আর্দশ মনে করি তাহলে ওই ব্যক্তির বিষয়ে কখনই খারাপ কথা বলব না৷ আর যদি কেউ আমায় আঘাত দেওয়ার মতো কথা বলে তাহলে আমি বলব আপনি আমাকে বা ভারতীয় দলকে সমর্থণ করেন না৷ তাই আমার কাছে এতে কোনও তফাৎ হয় না তিনি কি করেন বা না করেন তাই নিয়ে৷’’
এটা ওদের নিম্ন স্তরের মানসিকতা ও শিক্ষার পরিচয় দেয়৷ তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়া থেকে যারা ফলোয়ার্স তাঁরা আঙুল তোলেন৷ তাঁদের কাছে কিছুই থাকে না৷ কিন্তু তাঁকে যদি আমরা রোল মডেল, এক সেলিব্রিটি, এক ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া দিই তাহলে তাঁদের অযথা গুরুত্ব দেওয়া হবে৷ আমাদের ওদের সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রয়োজনই নেই ৷”

অনেকদিন ধরে শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে ঝামেলা চলছে। ফলে মানসিকভাবে বিপর্যস্ত শামি। কিছুদিন আগে হাসিন সোশ্যাল মিডিয়াতে লেখেন, “আমি তোমাকে ভুলে যাই যতই, তুমি আমাকে ভুলে যাও এ আমি হতে দেব না। ভালোবাসায় না হোক, ঘৃণায় আমাকে মনে পড়বেই।” নেটপাড়ার মত স্বামীর উদ্দেশ্যেই এহেন বার্তা।