জুলাই 8, 2024
Latest:
জেলা

অ্যাসোসিয়েশন ঘিরে ঝামেলা, বিপাকে ট্রাক মালিকরা

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

পতিরামে দুই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ পাল্টা অভিযোগে জর্জরিত ট্রাক মালিকরা। দুই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যাঁতাকলে পড়ে ব্যবসা লাটে উঠতে বসেছে ট্রাক মালিকদের।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুক্ত ছিল পতিরাম এলাকার ট্রাক মালিকরা। সেই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার S/IL/23836.। অভিযোগ অ্যাসোসিয়েশনের কিছু স্বার্থান্বেষী মালিকের চাপে পড়ে পতিরামের প্রায় দেড়শো ট্রাক মালিক আলাদা হয়ে গিয়ে নতুনভাবে পতিরাম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন খোলে। এরপর পতিরাম ফাড়ি থানা ঘোষিত হওয়ায় পর আলাদা সংগঠনের জন্য রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন করে পতিরাম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানান ভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি বালুরঘাট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পতিরামে একটি অন্য নামে খোলা হয়েছে পতিরাম ট্রাক ওনার্স ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশন।

পতিরামে এই দুই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের টানপোড়েনে নাভিশ্বাস উঠছে ট্রাক মালিকদের। গত ৩ মার্চ, ভুয়ো এবং অবৈধ কাজের অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল পতিরাম ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অপরদিকে পরের দিনই ৪ মার্চ পতিরাম থানায় অভিযোগ দায়ের করেন পতিরাম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য অন্য সংগঠনটি ভুয়ো। তারা মালিকদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করছে। বালুরঘাটের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কি করে আলাদা নামে অ্যাসোসিয়েশন খোলা যায়। বা দুটি সংগঠন ( S/IL/23836 ) একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কি করে চলছে বলে প্রশ্ন তোলা হয় পতিরাম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ।