এনএফবি, মুর্শিদাবাদঃ
একদিনে দুটি দুর্ঘটনা মুর্শিদাবাদে। এই দুই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছে গাড়ির চালক। তাই ট্রাক চালকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হল বহরমপুরে। গতকাল মুর্শিদাবাদের দুটি বাস দুর্ঘটনায় দুই গাড়ি চালকের মৃত্যুর পরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বুধবার বহরমপুর থানার কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাক ইউনিয়নের সদস্যদের ডেকে আলোচনা শিবিরে জানানো হয়, ট্রাক চালকরা মদ্যপ অবস্থায় কোন ভাবে যেন গাড়ি না চালায়। খালাসির হাতে ট্রাকের স্টিয়ারিং দেওয়া যাবে না, দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। প্রতিক্ষেত্রে চালকদের লাইসেন্স বাতিল সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয় এদিন। ইউনিয়নের সদস্যদের এই বিষয়ে সতর্কও করা হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, বেলডাঙার এসডিপিও সেখ সামসুদ্দিন, বহরমপুর থানার আইসি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ডোমকলে ভয়াবহ বাস দুর্ঘটনা