জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

খড়্গপুরে কয়লা বোঝাই ট্রাক উদ্ধার, ধৃত ৮

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ‌

চোরাই কয়লা কাণ্ড নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতে উদ্ধার হলো কয়লা বোঝাই ট্রাক। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের ধারে চৌরঙ্গী এলাকায় পুলিশ হানা দিলে সেখান থেকে উদ্ধার হয় জেসিবি মেশিন সহ ১১ টি কয়লা ভর্তি ট্রাক।

চৌরঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরা কয়লা কারবারি ফুলে ফেঁপে উঠেছিল বলে অভিযোগ। এলাকার কয়েকটি কোম্পানির অভিযোগের ভিত্তিতে রবিবার অবৈধ কয়লা পাচারের জায়গায় হানা দেয় পুলিশ ও স্থানীয় কোম্পানির লোকেরা। জেসিবি ও ১১ টি ট্রাকের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি বোলারো গাড়ি এবং একটি বাইক। ৮ জন কয়লা চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়। তাদের মধ্যে তিন জনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

বেশ কয়েক মাস ধরে ঐ এলাকায় চোরা কয়লা কারবার রমরমিয়ে উঠেছিল। বিভিন্ন কোম্পানির কয়লা গাড়ি এলে সেখান থেকে কয়লা চুরি করে এই ধরনের ব্যবসা চালানো হতো। পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই কয়লা চুরি কান্ডে আরও অনেকেই যুক্ত আছে এমনটাই ।