মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আনিস কান্ডে প্রতিক্রিয়া ফিরহাদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

আনিস মৃত্যু রহস্য উন্মোচনে মুখ্যমন্ত্রী ‘সিট’ গঠন করেন। মঙ্গলবার ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করে প্রশাসন। নিচুতলার কর্মীদের বলির পাঁঠা করা হচ্ছে বলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান। একথার পরিপ্রেক্ষিতে রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “প্রশাসন প্রশাসনের কাজ করবে। শুভেন্দু অধিকারী প্রশাসনের কেউ নয় , আর বিচারব্যবস্থার কেউ নয় , সেই জন্য তার অধিকার বহির্ভূত কথাবাত্রা জবাব দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না।”

আরও পড়ুনঃ নীচের তলার পুলিশদের বলির পাঁঠা বানানো হচ্ছেঃ শুভেন্দু

আজ জিয়াগঞ্জ – আজিমগঞ্জ পুরসভা নির্বাচনের ভোট প্রচারে এসে বাম, কংগ্রেস ও বিজেপিকে একসাথে তোপ দাগেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের সবকটি পুরসভা তৃণমূল দখল করবে বলে জানায় ফিরহাদ। বহরমপুরের নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই তাই সন্ত্রাস সন্ত্রাস করছে।”

এরপরই সভাশেষে আনিস ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে সব সময় তদন্ত করে। দোষীদের শাস্তি হবেই সে যেই হোক। পুলিশ অন্যায় করলে সেও বিচার ব্যবস্থার অধীনে।” এরপর তাঁর বক্তব্য, “কোন ঘটনা ঘটলে মিডিয়া সেখানে ছয় দিন থাকে আর এই ছয় দিনের জন্য অনেকে এসে নাচানাচি করে। এর আগেও অনেকগুলো ঘটনায় আমরা দেখেছি যে কিছু মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে, স্টুডেন্ট লাফালাফি করে, কিন্তু তারপর যার বাড়ির নিকট আত্মীয় চলে যায় সে একাকি হয়ে থাকে। তাই আমি যেহেতু মুর্শিদাবাদে আছি, আমি তাঁর কাছে পৌঁছাতে পারছিনা। সেই বাবার কাছে, যার ছেলে চলে গেছে। কিন্তু হাতজোড় করে আবেদন, ক্যামেরা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন।”

আরও পড়ুনঃ আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্তে সাসপেন্ড ৩ পুলিশ কর্মী