এনএফবি,শিলিগুড়িঃ
শহরের মধ্যে কচ্ছপের মাংস বিক্রির চেষ্টা চলছিল। নিষিদ্ধ এই মাংস বিক্রি করা আইনত অপরাধ।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বনকর্মীরা।
কচ্ছপ দুটি কাটার আগেই ছুটে গিয়েছিলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত। তিনি জীবিত অবস্থায় ওই কচ্ছপ দুটি উদ্ধার করেন । এই ঘটনায় একজনকে ধরে ফেলা হয়। শিলিগুড়ি বাড়ি ভাষা এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম বিস্টু দাস।
জানাগেছে, শিলিগুড়ি সুপার মার্কেট এলাকায় কচ্ছপ দুটি কেটে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল সে।