এনএফবি, আলিপুরদুয়ারঃ
চোরা পথে কচ্ছপ পাচারের আগেই বিশাল আকারের একটি কচ্ছপ উদ্ধার করল পুলিশ। আলিপুরদুয়ার থানার পুলিশ ১ নম্বর চাপরের পাড় গ্রাম পঞ্চায়েতের ধারেয়ারহাট এলাকা থেকে চার পা বাঁধা অবস্থায় একটি কচ্ছপকে উদ্ধার করে রবিবার। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের হাতে কচ্ছপটি তুলে দেয় ৷
বনদপ্তরের পশু চিকিৎসক এসে কচ্ছপটিকে পরীক্ষা করেন ৷ বর্তমানে ওই কচ্ছপটিকে রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে তার নিজের পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে ।