জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

রিমুভ এটিকে বিষয়ে ইস্টবেঙ্গল কে টেনে প্রসঙ্গ ঘোরালেন টুটু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার সমর্থকদের এটিকে রিমুভ ইস্যুতে ইস্টবেঙ্গলকে কাঠগড়ায় তুললেন মোহনবাগান সভাপতি টুটু বসু।কার্যত প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিলেন কলকাতা ময়দানের বিগ বস। এদিন নতুন করে সভাপতি হওয়ার পরে প্রথমবার ক্লাবে এসেছিলেন টুটু। প্রতিনিধিত্ব করলেন কার্যকরী কমিটির। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গলকে একহাত নিয়ে টুটু জানালেন,” ওই পাশের ক্লাবে তিন বছরে তিনটে ইনভেস্টর এলো। তারা কি টিকতে পারলো? পাশের ক্লাবে তো কোয়েস কর্তা সঞ্জিত সেনকে গ্যালারিতে আই লিগের ম্যাচে নিগ্রহ করেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এই কথা তো সকলের মনে আছে। আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ধনেই এটিকে রিমুভ স্লোগান হচ্ছে।” এরপর রিমুভ এটিকে প্রসঙ্গ নিয়ে টুটু জানালেন,” সচিব দেবাশিস দত্ত আর কার্যকরী কমিটির সদস্য সৌমিক বসু (টুটু বসুর ছোট ছেলে ) ওরা এই বিষয় নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলছে ধমকে চমকে কিছু হবে না। পাশের ক্লাব তো দেখছি প্রতিবার ইনভেস্টর আনতে মুখ্যমন্ত্রীর সাহায্য নেয়। মোহনবাগান সাপোর্টাররা বৃষ্টিতে ভিজে খেলা দেখবে। বিপক্ষ গোল করলে হাততালি দেবে সেই টাকাটা দেবে কে? ভালো টিম করতে ভালো টাকা লাগে তো?” টুটুর কথাতেই পরিষ্কার আপাতত এটিকে সরার কোনো ইঙ্গিত নেই।
এখন দেখার টুটুর ইস্টবেঙ্গল প্রসঙ্গ টানার পরে আদৌ মোহনবাগান সমর্থকদের রিমুভ এটিকে (remove atk) আন্দোলনে কোনো ধাক্কা খায় কিনা!
প্রসঙ্গত এটিকে রিমুভ আন্দোলনে বসু পরিবার ভিন্ন মেরুতে। টুটু বসুর ছেলে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু কিছুদিন আগে জানান,” আমাদের ভাবতে হবে ইনভেস্টর না থাকলে ক্লাবের কী অবস্থা হয়! ওরা এতো টাকা দিচ্ছে বিনিয়োগ করছে। ওদেরও কিছু দাবি থাকতে পারে।”
যদিও তৃণমূল নেতা তথা মোহনবাগানের নতুন সহ সভাপতি কুনাল ঘোষ দায়িত্ব নিয়েই জানান, “মনে করি, আমিও সমর্থকদের একজন। আমি সরাসরি ‘ব্রেক দ্য মার্জার’ এই শব্দ এভাবে বলতে চাইনা। মোহনবাগানে নিশ্চয় ইনভেস্টর দরকার, কর্পোরেট টাই-আপ প্রয়োজন। সময়োপযোগী এসব কাজ তো করতেই হবে। তবে মোহনবাগান নামের আগে এটিকে জুড়ে দেওয়া ক্লাবের আবেগের প্ৰতি আঘাত।”
এছাড়া বাগানের নতুন সচিব দেবাশিস দত্তও জানান তাঁদের এজেন্ডার মধ্যেই আছে মোহনবাগানের নামের আগে এটিকে সরানোর বিষয়।
এছাড়া মোহনবাগানের কলকাতা লিগে খেলা এখনও অনিশ্চিত। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, “আইএফএ বলে আদৌ কি কিছু আছে যে ওদের টুর্নামেন্টে খেলব!”