জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

টুটুর পাঁচ গোলের হুঙ্কার,দেবাশিস – নিতুর তরজায় ডার্বির আগেই সরগরম কলকাতা ময়দান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১৯৭৫ সালে চিরপ্রতিপক্ষ ইস্টবেঙ্গলের কাছে ৫-০ খাওয়ার যন্ত্রণা আজও ভুলতে পারেনি মোহনবাগান প্রেমীরা । দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না তেমনই ২০০৯ সালে ইস্টবেঙ্গলের জালে পাঁচ ৫ গোল দেয় বাগান। কিন্তু ফলাফল ছিল ৫-৩, এর মধ্যে তফাৎ রয়েছে। স্বপ্ন পূরণ হয়নি। প্রতিশোধ কবে নেওয়া যাবে!
মোহনবাগান দিবসে বাগান সভাপতি টুটু বসু হাত দিয়ে দেখালেন ডার্বিতে ফল হবে ৫-০। প্রসঙ্গত ১৬ আগস্ট ডুরান্ড কাপে ডার্বি দিয়ে শুরু হওয়ার কথা ছিল মরশুম। সেটা হচ্ছে না, সম্ভবত কারণ ইস্টবেঙ্গলের দলগঠন হয়নি। তাঁদের অনুরোধে পিছিয়ে যাচ্ছে ডার্বি, হবে ২৮ আগস্ট। এই বিষয়ে বাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে বলেন,”দেড় মাস আগে ক্রীড়ামন্ত্রীর ঘরে বৈঠক হয়ে ঠিক হয়েছিল মরশুমের প্রথম ম্যাচ হবে ডার্বি। ডুরান্ড কাপে তা হবে। দিনও ঠিক হয়েছিল ১৬ আগস্ট। তখন সেই প্রস্তাব মেনে নিয়েছিল সবাই। এখন অন্য কথা বলছে একটা দল। আমার মনে হয়ে ওরা পালাচ্ছে।” লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা মোহনবাগান ক্লাব ও সচিবের পদকে সম্মান করি। কিন্তু উনি সচিবের পদে বসার পরে আমাদের ক্লাব সম্পর্কে নানা মন্তব্য করেছেন। ওনার শুভবুদ্ধির উদয় হোক। আর পলাতক তো ওনারাই। ৯ ডিসেম্বরের সেই ডার্বির কথা ভুলে গেল ওরা ? ফেডারেশন নির্বাসিত করেছিল। জরিমানা দিয়ে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে দরবার করে সেই শাস্তি তুলেছিল। আর কয়েক বছর খানেক আগে কল্যাণীতে আমাদের বিরুদ্ধে ডার্বি ম্যাচে দল না নামিয়ে পালিয়েছিলেন।” আগামী ১ আগস্ট লাল হলুদের প্রতিষ্ঠা দিবস । লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে ওই দিন ভারত গৌরব সম্মান দেওয়া হবে ভারতের কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ ও ভারতীয় তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে । ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে এই প্রথম দুই ক্রীড়াবিদকে এক সঙ্গে ভারত গৌরব দিচ্ছে লাল-হলুদ।একই সঙ্গে ইস্টবেঙ্গল দিবসে জীবনকৃতী পুরষ্কার পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও স্বপন সেনগুপ্ত।