জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

অবৈধভাবে গাছ কাটার অভিযোগে গ্রেফতার দুই

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

কয়েকদিন ধরে বেআইনি ভাবে চলছিল গাছ কাটা। গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা। গ্রেফতার করা হয় দুজনকে। বাজেয়াপ্ত করা হয় দুটি মোটর বাইক ও গাছ কাটার সরঞ্জাম।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল পঞ্চায়েতের মাংরুল গ্রামে। জানা যায় মাংরুল গ্রামের ধীরেন মন্ডল নামে এক ব্যক্তি তার ৫ বিঘে পুকুরপাড়ে লাগিয়েছিলেন একাধিক নামি দামি গাছ। বেশ কয়েকদিন ধরেই সেই গাছ প্রশাসনের অনুমতি ছাড়াই কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা ও রামজীবনপুর ফাঁড়ির পুলিশকর্মীরা। পুলিশ গিয়ে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে দুই জনকে গ্রেফতার করে, বাজেয়াপ্ত করা হয় মোটরবাইক ও গাছ কাটা সরঞ্জাম। পালিয়ে যেতে সক্ষম হয় গাছের মালিক। এই বিষয়ে ঘাটালের রেঞ্জার অসিতবরণ মুখার্জি বলেন, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল। দুইজনকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে গাছকাটার সরঞ্জাম। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

নিজস্ব চিত্র